ঝিনাইদহ প্রতিনিধি মোঃ হুসাইন আহমেদ
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির কার্য পরিধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ১৩ ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময়। উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় কালীগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে। উক্ত আলোচনা সভায় উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য মন্ডলীরা অংশগ্রহণ করেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাদিয়া জেরিন, নির্বাহী অফিসার কালীগঞ্জ উপজেলা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি রক্ষায় সকলের করণীয় কি সে সম্পর্কে নিজেদের মতামত পোষণ করেন।
উক্ত কমিটির সদস্য খ্রিস্টান ধর্মাবলম্বী একজন বলেন কালীগঞ্জের খ্রিস্টান সম্প্রদায় খুব ভালো আছে। খুব সুখে আছে ।আমরা আশা করছি এই কমিটির উদ্যোগে আগামীদিনেও এমন পরিবেশ অটল থাকবে।
এ বিষয়ে উক্ত কমিটির সদস্য কালিগঞ্জ শহরের শহীদ নুর আলী কলেজের ছাত্র মোঃ হুসাইন আহমেদ বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষায় সর্বপ্রথম পরিবারকে ভূমিকা পালন করতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির শিক্ষা দিতে হবে। একে অপরের ধর্মকে সম্মান করতে শেখাতে হবে। সকল ধর্মই নৈতিকতার শিক্ষা দেয় সামাজিক সম্প্রীতির শিক্ষা দেয়। সুতরাং প্রত্যেক ধর্মের শিশুদের তাদের নিজ ধর্ম সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। তাহলেই সামাজিক সম্প্রীতি বজায় রাখার কাজ অনেক সহজ হবে বলে আমি মনে করছি।
এ বিষয়ে উক্ত আলোচনা সভার সভাপতি ও কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাদিয়া জেরিন বলেন সামাজিক সম্প্রীতি রক্ষায় আমরা সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। সামাজিক সম্প্রীতি রক্ষা করতে হলে আমাদেরকে জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসায়ীদের কে কঠোর হস্তে প্রতিরোধ করতে হবে। তাহলেই আমরা সামাজিক সম্প্রীতি বজায় রেখে চলতে পারবো।