কৃষিই সমৃদ্ধি ২০২০-২১ অর্থ বছরের ‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়কথ উপজেলা পর্যায়ে সকল কৃষকদের নিয়ে এক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা সুদক্ষ নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব গলাচিপা সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন। সেমিনারে দেশের জলবায়ু আবহাওয়া, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সামুদ্রিক ঘূর্ণিঝড়, জোয়ার-ভাটা, লবনাক্ততা নানা বিধ প্রাকৃতিক দূর্যোগে কৃষকদের সচেতনতার উপর এই সেমিনার এক গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে বলে, কৃষকেরা অভিমত ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসের সকল কর্মকর্তা, কর্মচারি ও বিভিন্ন পর্যায়ের কৃষকসহ গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ। ##