Saturday , 30 July 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাসচালক গ্রেফতার

(নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় বাসের ধাক্কায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পলাতক বাসচালককে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ফেনী সদর থানাধীন মহম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ সহিদুল ইসলাম (৪২) চট্টগ্রামের চন্দাইসের পশ্চিম হাসানদত্তি এলাকার মোঃ ইমাম হোসেনের ছেলে। শনিবার (৩০ জুলাই) দুপুরে আদমজী অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে র্যাব-১১’র উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী জানান, গত ১৫ জুলাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১০-১২ জন শিক্ষার্থী দুইটি প্রাইভেটকারযোগে সোনারগাঁয়ের পানামসিটিতে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সকাল ১০.৪০ টার দিকে সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় শিক্ষার্থীদের বহনকৃত একটি প্রাইভেটকারকে সায়েদাবাদগামী সৌদিয়া পরিবহন বাসের চালক ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেটকারে থাকা পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে মোছাঃ সুমাইয়া রহমান মাহিমা (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইব্রাহীম মাহমুদ রাহাত (২৭) হার্ট স্পেশালিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানা গত ১৬ জুলাই সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।##

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত