পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়ন থেকে গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে বিরল প্রজাতির বন্যপ্রাণী সরীসিপ প্রজাতির তক্ষক সহ গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার (এস), পিসিজিএম,এস মো: শহিদুল ইসলাম এর নেতৃত্বে একজনকে আটক করেছে পটুয়াখালী র্যাব-৮ । মামলা সূত্রে জানাযায় ১২ জুন পটুয়াখালী র্যাব-৮ -৮ এর একটি টিম মাদক বিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বালির হাওলা গ্রামের মৃত কাঞ্চন মোল্লার ছেলে মোঃ সিদ্দিক মোল্লা (৫৪)কে অবৈধ ভাবে রাখা বিরল প্রজাতির বন্যপ্রাণী সরীসিপ প্রজাতির ২২৫ গ্রাম ওজন যার বাজার মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকার তক্ষক সহ মাটি ভাঙ্গা এলকার রাস্তার উপর থেকে একটি প্লাস্টিকের ঝুড়িতে মোরানো অবস্থায় হাতে নাতে তাকে আটক করেন। পরে গলাচিপা থানায় সোপর্দ করে । তার বিরুদ্ধে অবৈধ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪ (খ) ধারায় র্যাব-বাদী হয়ে একটি মামলা দা’য়ের করে। এবিষয় নিয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন আসামীর বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে একটি মামলা রুজু সহ তাকে জেল কারাগারে পাঠানো হয়েছে।