নিজস্ব প্রতিবেদক।। ইসলামের ধর্মীয় নেতা হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ছাত্র সংগ্রাম পরিষদ বিক্ষোভ মিছিল করেন। উক্ত মিছিলে ছাত্র সংগ্রাম পরিষদের প্রায় দুই থেকে তিনশ ছাত্র উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সাধারণ জনতা উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। এ সময় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা বলেন, আমরা এই বিক্ষোভ মিছিল করছি কোন দেশে ও জাতির বিরুদ্ধে না। যারা আমাদের ধর্মীয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ও মা আয়েশা সিদ্দিকা (রঃ) কে কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে। আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় নেতারা মোনাজাতের মাধ্যমে উক্ত বিক্ষোভ মিছিল শেষ করেন।