নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে সন্ধ্যা রাতে শাফায়েত হোসেন জিসান নামের এক যুবককে তুলে নিয়ে হত্যাচেষ্টা চালিয়েছে কয়েকজন ব্যক্তি। কাউনিয়া হাউজিং এলাকার বিশোর্ধ্ব যুবককে জোরপূর্বক অটোরিকশায় নিয়ে যাওয়া হয়। এবং তাকে অটোরিকশায় মারধর শেষে ওই থানাধীন রোকেয়া আজিম রোডের নির্জন একটি স্থানে নেওয়া হয়। এমনকি মারধরের একপর্যায়ে তার চোখ উৎপাটনের করে এবং ধারালো অস্ত্র দিয়ে জবাই করার হুমকি দেয়। খবর পেয়ে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে জিসানকে আহত অবস্থায় উদ্ধার করাসহ সন্ত্রাসী গ্রুপের অন্তত তিনজনকে আটক করে। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের হাতে তুলে দেয় সংক্ষুব্ধ জনতা।
কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি/তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান সোমবার রাত পৌনে ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন।
তবে কি কারণে যুবককে তুলে নিয়ে হত্যাচেষ্টা চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।
তিনি জানান, যুবক জিসানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ঘটনায় জড়িত দুইজনসহ অটোরিকশাচালক হেফাজতে আছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
শাফায়াতের পিতা জাহিদ হাসান জানান, ছেলেকে কেনো অপহরণ করে নিয়ে যায় এবং হত্যাচেষ্টা করে তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে এই ঘটনায় তিনি একটি হত্যাচেষ্টা মামলা করবেন বলে নিশ্চিত করেন।