আজ ৭জুলাই সকাল১০টায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মাহমুদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরে সালিকিন মাদারীপুর ইমাম মোয়াজ্জন সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব চন্ডবরদি। নাজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মতিন খান, ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল আলম খান, ইমাম মোয়াজ্জেম সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি জামাল উদ্দিন খান ,দৈনিক বাঙালি সময়ের মাদারীপুর ব্যুরো প্রধান গোলাম আজম ইরাদ প্রমুখ । মুক্তনগর হিফজুল কোরআন মাদ্রাসায় চলতি বছর পাঁচজন ছাত্র কোরআন হেফজ করায় এই দোয়ার আয়োজন করা হয় । বক্তারা আলোচনা করতে গিয়ে বলেন ২০০ বছরের নিষিদ্ধপল্লী অপসারণ হওয়ার পর এখানে গড়ে উঠেছে মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যের জন্য অসংখ্য দোকানপাট। মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমত। নিষিদ্ধ এলাকায় গড়ে ওঠা মাদ্রাসায় ছাত্রছাত্রীরা কোরআন শরীফ হেফজ করে মাদারীপুরে একটি সুন্দরতম পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে । এটা মাদারীপুর বাসির সকলের সহযোগিতার ফসল। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মুফতি জামাল উদ্দিন খান। গোলাম আজম ইরাদ মাদারীপুর