উজিরপুরের ঢাকা -বরিশাল মহাসড়কে সাকুরা ফিলিং স্টেশনের সাথে শরিফ বাড়ির সম্মুখে সড়ক দুর্ঘটনায় আহত ২ । ৩ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকা সময়ে ঢাকা থাকে বরিশাল গামী হানিফ পরিবহন (ঢাকা মেট্টো-ব ১৪-৯৮৯১) বরিশাল থেকে আসা একটি ভ্যান গাড়ি কে ধাক্কা দিলে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ভ্যান গাড়ি চালক বরিশাল সিটির নতুন বাজার নিবাসী মৃত সুধীর মল চন্দ্রের ছেলে গনেশ মজুমদার (৬০) ও ভ্যান গাড়ির যাত্রী উজিরপুর উপজেলার ওটড়া ইউনিয়নের নিমাই হালদার এর ছেলে বাসুদেব (৩৮),আহতদের এলাকার বাসী ও উজিরপুর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়,কর্তব্যরত চিকিৎসক প্রথমিক চিকিৎসা দিয়ে আহতদের শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রয়ন করেন,গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ শেখ বেলায় হোসেন দুর্ঘটনার সততা শিকার করেন