তুহিনুর রহমান, (উপজেলা প্রতিনিধি কোটচাঁদপুর,ঝিনাইদহ)
সমাজে শান্তি প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা অপরিসীম। এলাকায় যুবকসমাজ যদি চায় তাহলে সমাজটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তারই প্রমাণ ধরে রেখে যুগ যুগ ধরে চলে আসছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো। আজ তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে যুবসমাজ পড়াশুনার বিপরীতে ডুবে আছে মোবাইলের মধ্যে। এখন খেলার মাঠে না গিয়ে অনেকেই রুমে বসে খেলে পাবজি, ফ্রিফাইর, সিওসির মতো হিংস্র ভিডিও গেম গুলো। অনেকেই আবার তীব্রভাবে আসক্ত এসব গেমসসহ ফেসবুক,মেসেঞ্জারে প্রতি। যুবসমাজকে তাই পূনরায় ঠিক করতে প্রয়োজন তথ্যপ্রযুক্তির মাধ্যম ।
ঝিনাইদহের তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার বানিয়ে একদল যুবক করে চলেছে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ।
ঝিনাইদহের কোটচঁদপুর উপজেলার বড়বামনদহ গ্রামে এখন সবার মুখে মুখে,
“আমাদের বড়বামনদহ” ফেসবুক গ্রুপের নামটি।
গ্রামের নামে নামকরণ করা হয় গ্রুপের । দায়িত্বশীলরা বলেন,” তাদের এই ফেসবুক গ্রুপের মাধ্যমে তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকেন।
১লা জানুয়ারির বই বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে খাতা,কলমসহ বিভিন্ন ধরনের শিক্ষাসমগ্রি উপহার দিয়ে থাকেন, প্রত্যেক ঈদে গ্রামের স্বল্প আয়ের পরিবারকে ঈদ উপহার, খেলারমাঠে খেলাধুলার জন্য বল-ব্যাট দেওয়া, ছুটির দিনে খেলাধুলার আয়োজন করা,গ্রামের অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এবং সাহায্য করা সহ যাবতীয় সব কিছুর দায়িত্বই যেনো এখন তাদের।
গ্রুপের এডমিন আব্দুর রহমান বলেন,” আজ থেকে তিন বছর আগে গ্রামের একজন ছেলে গ্রামের যুবকদের নিয়ে খোলেন এই গ্রুপটি। আস্তে আস্তে যুক্ত হয় গ্রামের অধিকাংশ যুবকসহ কিছু মান্যগণ্য ব্যাক্তিবর্গ। এভাবেই পথচলা শুরু হয় তাদের। ”
আব্দুর রহমান আরো জানান, ‘ তিনি নিজে এর আগে অন্যান্য গ্রুপের সাথে কাজ করেছেন । সেখান থেকেই তাদের মাথায় গ্রুপটি খোলার ভাবনা আসে। গ্রুপটি খোলার অন্যতম কারণ হিসেবে তিনি বলেন,” আমরা চাই গ্রামের সকল মানুষ এক হয়ে বসবাস করুক, একসাথে চলুক। আমাদের স্লোগান:
জেগে থাকুক সম্প্রীতি
জয় হোক মানবতার।”
আজ (০৯/০৯/২০২২ ইং) বিকাল ৫:০০ টার সময় গ্রামের সকল এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠান এবং পরীক্ষা সামগ্রী উপহার দেই সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থাৎ “আমাদের বড়বামনদহ ফেসবুক গ্রুপ” এর সম্মানিত দায়িত্বশীলবৃন্দ সহ গ্রামের সকল এসএসসি পরীক্ষার্থীরা।
অনুষ্ঠানে আব্দুর রহমান বলেন,
“গ্রামে শিক্ষার মান অনেক নিচে নেমে যাচ্ছে দিনদিন। তাই ছাত্রছাত্রীদেরকে পড়ার প্রতি আকৃষ্ট করার জন্যই মূলত আজকের দোয়া অনুষ্ঠান।”
এডমিন রাসেদুল ইসলাম বলেন, “আমাদের গ্রামে পিএসসি পরীক্ষা যদি দেয় ৩০ জন তাহলে এসএসসি তে দেখা যায় তা প্রায় অর্ধেকে নেমে চলে এসেছে। তাই আমরা উদ্যোগ নিয়েছি প্রশিক্ষণমূলক প্রোগ্রাম করতে । এবং পড়ার প্রতি ছেলেমেয়েদেরকে আকৃষ্ট করতে।”
অনুষ্ঠানে প্রত্যেক পরীক্ষার্থীসহ সকলের জন্য দোয়া করা হয়।
তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বল্প সময়েই যুবকদেরকে একত্রিত করতে পারায় আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন তারা সকলে।
গ্রামের ছাত্র আমির হামজা বলেন,” ‘আমাদের বড়বামনদহ’ ফেসবুক গ্রুপ আমাদের ছাত্রদের জন্য অনেক সুযোগসুবিধা দেয়। তারা শিক্ষাসমগ্রী উপহার দেওয়া সহ বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে।
আমার মনে হয় এইভাবে যদি তারা তাদের কার্যক্রম চালিয়ে যাই তাহলে গ্রামের শিক্ষার হার বাড়বে। পাশাপাশি ছাত্রছাত্রীরা নৈতিক শিক্ষা, পারস্পরিক ভ্রাতৃত্ব, নেতৃত্ব দানের গুণাবলীসহ আরো বিভিন্ন ধরনের গুণাবলী অর্জন করতে সক্ষম হবে।”