আব্দুর রহিম , ঝিনাইদহ
ঝিনাইদহে উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) এঁর জীবন এবং কর্মের উপর এক আলোচনা সভা ও মহিলা সমাবেশ বুধবার ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন মিলানয়তনে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। এছাড়া অন্যান্যের মধ্যে ঝিনাইদহ জেলার ভুতিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদুল্লাহ, ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু কার্যক্রম প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ মিজানুর রহমান ও মাস্টার ট্রেনার মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। বক্তাগন বলেন, ইসলামের ঐতিহ্য অনুসারে, তাঁকে “উম্মুল মু’মিনিন” বা “বিশ্বাসীদের মাতা” হিসেবে আখ্যায়িত করা হয়। সকল বিশ্বাসী মুসলিমদের কাছে তিনি অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পাত্র। তাঁর জীবন ও কর্ম অনুসরণ করে পরহেজগারী হতে পারি। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।