কালিগঞ্জ, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালিগঞ্জ, বারবাজার নিউ গরীব শাহ ক্লিনিকে সিমা খাতুন (২৫) নামের এক মহিলা এক সাথে তিনটি সন্তানের জন্মদেন।শুক্রবার সকাল ১০ টার সময় বাদেডিহি গ্রামের বেঁদে সম্প্রদায়ের আরমান হোসেনের স্ত্রীর প্রস্রাব বেদোনা উঠেলে তাত্ক্ষণিকভাবে বারবাজার নিউ গরীব শাহ ক্লিনিকে ভর্তি করেন।বেলা ১২ টার দিকে সার্জেন ডাঃ সাথিয়া আফরিন সফল সার্জারি করে তিন সন্তান ভূমিষ্ট করেন,এর মধ্যে দুইটি কন্যা ও একটি ছেলে সন্তান।
ডাঃ সাফিয়া আফরিন জানান সন্তান ও মা সকলে সুস্হ আছেন উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।