Monday , 12 September 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

বাকেরগঞ্জে সৎ ছেলে ও ছেলে বউয়ের অত্যাচার-নির্যাতনে ঘর ছাড়া বৃদ্ধা রিজিয়া

নিজস্ব প্রতিবেদক:: বাকেরগঞ্জে সৎ পুত্র ও পুত্রবধূর শারীরিক-মানসিক নির্যাতনে স্বামীর ঘর ছাড়া হলেন বৃদ্ধা রিজিয়া বেগম । অবশেষে নিরুপায় হয়ে রিজিয়া বেগম সৎ ছেলে ও ছেলে বউয়ের নির্যাতন থেকে বাঁচতে ও দাম্পত্য সম্পর্ক রক্ষায় ৪ জনকে অভিযুক্ত করে বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসে একটি মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন- স্বামী রেজাউল করিম, সৎ ছেলে কাইয়ুম হোসেন বাবুল, পুত্রবধূ বিথী ও খাদিজা বেগম। মামলা নং ৩৭৪/২০২২। মামলা সূত্রে জানাগেছে, বাকেরগঞ্জ থানাধীন ইমামকাঠি গ্রামের রিজিয়া বেগমের সাথে প্রায় ১৪-১৫ বছর পূর্বে ইমামকাঠি গ্রামের মোঃ রেজাউল করিমের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। এটি রেজাউল করিমের দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী মারা যাওয়ায় তিনি দ্বিতীয় বিয়ে করেন। রেজাউল করিম বিয়ের পরে রিজিয়াকে নিয়ে সুখে দাম্পত্য জীবন কাটালেও বাধ সাজে তার প্রথম ঘরের ছেলে কাইয়ুম হোসেন বাবুল, তার স্ত্রী বিথী ও শ্বাশুরি খাদিজা বেগম। সৎ ছেলে ও বউ এর অত্যাচার ও বাকেরগঞ্জে সৎ ছেলে

নির্যাতন দিন দিন বাড়তে থাকে রিজিয়ার ওপরে। কেননা বাবার সব সম্পত্তি দখলের উদ্দেশ্যে সৎ মা রিজিয়াকে ঘর থেকে তাড়িয়ে দিতেই এই অত্যাচার ও নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয় তারা। এক পর্যায় তাতেও সফল না হয়ে রিজিয়ার কাছে ১ লক্ষ টাকা দাবি করেন তারা। আর তাদের চাহিদা মতো ১ লাখ টাকা দিতে না পারায় রিজিয়াকে শারীরিকভাবে নির্যাতন করে কাগজে স্বাক্ষর রেখে ঘর থেকে বাহির করে দেয় সৎ ছেলে বাবুল, ছেলের বউ বিথী, ছেলের শ্বাশুরি খাদিজা বেগম। তারা শুধু রিজিয়াকে নির্যাতন করেই ক্ষ্যান্ত হয়নি, বাবা রেজাউল করিমকেও বিভি ন্নভাবে হুমকি ও কুপরামর্শ দিয়ে বৃদ্ধা রিজিয়ার কাছ থেকে আলাদা করে রাখে। এ ঘটনায় নির্যাতনের শিকার ভুক্তভোগী রিজিয়া জানান, সৎ ছেলে, ছেলের বউ ও ছেলের শ্বাশুড়ি আমার স্বামির সম্পত্তি দখলের জন্য আমাকে নির্যাতন করে ঘর ছাড়া করেছে। আমি আমার স্বামি ও সংসার ফিরে পেতে বরিশাল জেলা লিগ্যাল এইড কার্যালয়ে একটি মামলা দায়ের করি। কিন্তু . মামলা দায়েরের পর থেকেই আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। মিথ্যা মামলায় ফাসিয়ে দিবে, মারধর করবে, গুম করে ফেলবে বলে হুমকি দিচ্ছে। আমি এখন জীবন হারানোর শঙ্কায় রয়েছি।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য