স্টাফ রিপোর্টার: ভোলা সদর উপজেলার রাজাপুরে ২৬টি বিভিন্ন প্রজাতির গাছ কাটার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বিরুদ্ধে । শনিবার (২৮জানুয়ারী) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে জমির মালিক ইব্রাহিম বলেন আমার পিতা মোফাজ্জল হোসেন মাষ্টার তার রেকর্ডিয় মালিকানা দুই একর জমি আমার নিকট ছাপ কবলা মূল্য বিক্রি করেন। একই মৌজার একই খতিয়ানে বাবার বাকি জমি ও বসতঘর রয়েছে । বাবা আমার রোপণ কৃত ছোট চারা ২৬ টি গাছ কেটে বিক্রি করছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সম্পর্কে বাবা ছেলে । ইব্রাহিম বলেন সব ভাই বোন মিলে একমত পোষন করে বাবাকে আমার নামে দলিল দিতে পরামর্শ দেন।
আমার ক্রয়কৃত জমিতে গাছ লাগিয়েছি আমি, আমাকে কিছু না বলে বাবা লোক লাগিয়ে গাছগুলো কাটতে থাকেন। খবর পেয়ে আমি বাবাকে জিজ্ঞেস করলে বাবার টাকা দরকার বলে জানান, বাবার টাকা লাগলে আমি তাকে টাকা দিবো কিন্তু গাছ কাটার দরকার নাই বললে বাবা তা মানতে নারাজ। আমার বোন বাগানে গেলে বাবা ও গাছ কাটার লোকজন তাকে গালাগালি করে বাগান থেকে তাড়িয়ে দেয়।
অভিযুক্ত মোফাজ্জল হোসেন মাষ্টার বলেন, জমি ইব্রাহিম আমার থেকে চালাকি করে লিখে নিছেন আমি তার দলিলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি ।
এদিকে অভিযুক্ত মোফাজ্জল মাষ্টারের সকল ঋণ তার ছেলে ইব্রাহীম পরিশোধ করেছে এমন একটি স্ট্যাম্প দেখিয়েছে ইব্রাহীম তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হয়নি মোফাজ্জল মাষ্টার।
এ বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম আযম বলেন, গাছ কর্তনের কোন অভিযোগ পাইনি । অভিযোগ পাইলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।