Wednesday , 25 May 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

রোদ-বৃষ্টির লুকোচুরির সঙ্গী আফসোস

দিনভর রোদ-বৃষ্টির লুকোচুরি। মেঘে ঢেকে যাওয়া আকাশের নিচে শুরু সকালের প্রথম সেশন হলো ঠিকঠাক।

এরপর ঝুম বৃষ্টি। বন্ধ হয়ে গেল খেলা। পুরো এক সেশন ভেসে গেল আড়াই ঘণ্টার বৃষ্টিতে।
শেষ বিকেলে দারুণ বল করলেন বাংলাদেশের বোলাররা। টার্ন, বাউন্স, সুইং; পাওয়া গেল সবই। বেশ কয়েক বার জাগল উইকেট পাওয়ার দারুণ সম্ভাবনা। কিন্তু পাওয়া গেল না একটির বেশি উইকেটের দেখা। আফসোস নিয়েই দিনশেষ করতে হলো বাংলাদেশকে।

ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৮৩ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। ৫ উইকেট হারিয়ে ২৮২ রান তাদের। অ্যাঞ্জেলো ম্যাথিউস ৫৮ ও দিনেশ চান্ডিমাল অপরাজিত আছেন ১০ রানে।

দিনের শুরুতেই কাসুন রাজিথাকে ফেরান এবাদত হোসেন। তার অফ স্টাম্পে পড়া লেন্থ বল আঘাত হানে রাজিথার স্টাম্পে। ১২ বলে ০ রান করে সাজঘরে ফেরত যান তিনি। তার বিদায়ের পর বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি।

আগের দিন শেষ বিকেলে কুশল মেন্ডিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে বাংলাদেশকে স্বস্তিতে রেখে দিনশেষ করেছিলেন তিনি। আজও সকালটা রাঙালেন সাকিবই। রাজিথাকে ফেরালেও অস্বস্তি হয়ে ক্রিজে ছিলেন করুণারত্নে।

তাকে প্রথমে দুই বলে ‘সেট আপ’ করে নেন সাকিব। এরপরই করেন নিজের স্বপ্নের বলটি। রাউন্ড দ্য উইকেটে এসে করুনারত্নেকে ড্রাইভ খেলতে আমন্ত্রণ জানান সাকিব। করুনারত্নে সেটি খেললেও ব্যাট ও প্যাডের মাঝখানে ফাঁকা জায়গা থেকে যায়।

অফ স্টাম্পের বাইরে পড়া বল টার্ন করে ওই জায়গা দিয়ে গিয়েই স্টাম্পে আঘাত হানে। ১৫৫ বলে ৮০ রান করে সাজঘরে ফেরত যান করুনারত্নে। কিন্তু এরপর বেশ স্বাচ্ছন্দ্যেই বাকিটা সময় পার করেন ধনঞ্জয়া ও ম্যাথিউস। লাঞ্চ বিরতির সময়ই আসে বৃষ্টি।

ওই বৃষ্টি শেষ হওয়ার পর খেলা শুরু হতেই দারুণ বোলিং করেন সাকিব-এবাদত ও তাইজুল ইসলাম। খালেদ আহমেদ অবশ্য ঠিক লাইন-লেন্থ খুঁজে পাচ্ছেন না ম্যাচজুড়েই। দুর্দান্ত বোলিং করা সাকিব পেয়েছেন উইকেটও। ওই বলটিও ছিল দারুণ।

ডান-হাতি ধনঞ্জয়ার জন্য মাটিতে পড়ে টার্ন করে বেরিয়ে যাচ্ছিল, ছিল অতিরিক্ত বাউন্সও। তার ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক লিটন দাসের হাতে চলে যায় বল। যদিও শুরুতে আউট দেননি আম্পায়াররা।

রিভিউ নেওয়ার ব্যাপারে খুব একটা নিশ্চিত ছিলেন না সাকিব। কিন্তু মুমিনুল রিভিউ নিয়ে সফল হন। পুরো বিকেলজুড়েই দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। এবাদতের বলে সুইং ছিল, বাউন্সেও পরাস্ত করেছিলেন ব্যাটারদের; কিন্তু ভাগ্য সহায় হয়নি।

সাকিব সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করেছেন। তবুও বিকেলে একটির বেশি উইকেট ফেলতে না পারার আফসোস নিয়েই দিনশেষ করতে হয়েছে বাংলাদেশকে।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে দেড় মাসের এক শিশু নিহত।

পাওনাদারের ভয়ে লাইভে এসে চরমোনাইর এক যুবক নদীতে ঝাপ দেন

গলাচিপায় এলজিইডি ‘র এলসিএস কর্মীদের চেক বিরতণ

বরিশালের চন্দ্রমোহনে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ।। – সাংবাদিক দের দেখে নেওয়ার হুমকি।

বাকেরগঞ্জে নবাগত পুলিশ সুপারের থানা পরিদর্শন ও মতবিনিময়

সাংবাদিক শুভ’র উপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিক শুভ’র উপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ

বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যাগে শীত বস্র বিতরণ সম্পন্ন ।

বরিশালে লাভ ফর ফ্রেন্ডস এর উদ্দ্যাগে অসহায় ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরন

বরিশালে ৫ শতাধিক সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক ।

ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি কমিটিতে ঝিনাইদহের ৯ ছাত্রনেতা