Saturday , 25 June 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর উদ্বোধনী জনসমাবেশে জনতার ঢল নেমেছে।

ভোর হতে জনসভায় ছুটে এসেছে মানুষ সভামঞ্চে ১০থেকে ১৫ কিলোমিটার পা-হেটে যাচ্ছে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য শত কষ্ট উপেক্ষা করে অবিরাম অগ্রযাত্রা থেমে নেই জনমানুষের আমেজ। শহরের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগে ব্যাপক অগ্রগতি বয়ে আনবে। সেতুটির জমকালো উদ্বোধন উপলক্ষ্যে বিশেষ করে যোগাযোগের সরাসরি সুবিধা লাভ করবে এমন দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোসহ সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। শনিবার (২৫ জুন) ভোর থেকে বিশাল সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। জনসভার আয়োজন দেখতে পদ্মাপাড়ে ভিড় করছেন ওই অঞ্চলের আশপাশের মানুষ। পরিবারসহ আসেন অনেকে। সব বয়সী মানুষের উপস্থিতি এখন সেখানে। সমাবেশে প্রায় ১০ লাখ মানুষ যোগ দেবেন বলে জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক। এদিকে অনুষ্ঠান উপলক্ষ্যে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে সাতক্ষীরা থেকে আগত রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনী সভামঞ্চ শিবচরের কুতুবপুর থেকে চার কিলোমিটার দূরে হেটে যাচ্ছি, হেটে যেতে কি আপনার কোন কষ্ট হচ্ছে কি না তা জানতে চাইলে বলেন এটা কষ্ট না আমাদের জন্য আনন্দ এখন আমাদের ঢাকা যেতে কষ্ট হবে না অল্প সময়ের মধ্যে ঢাকা যেতে পারব।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য