মাদারীপুর প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশাল এক জনসভায় বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ র্নিমানে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব। জাতির পিতা স্বপ্নের সোনার বাংলাদেশে ধর্ম নিরপক্ষতার যে বাণী নিয়ে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন- তার লক্ষ্য ছিল এই দেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবার দেশ । বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি হাইস্কুল মাঠে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শৈলেন্দ্র নাথ হালদারের সভাপতিত্বে বিশাল এক জনসভায় বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন। জনসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ম. আ. রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, রাজৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেকেন্দার আলী শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান প্রমুখ ।