রইচ উদ্দিন জেলার শ্রেষ্ঠ ও.সি নির্বাচিত।
মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা মোট ৬টি উপজেলা নিয়ে গঠিত। জেলার ছয়টি উপজেলার মধ্যে গজারিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, মাদক উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেফতার সহ গজারিয়া উপজেলায় আইন প্রয়োগকারি সংস্থা গজারিয়া থানা পুলিশের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যর জন্য গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইচ উদ্দিন কে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।
এসময় মুন্সীগঞ্জ জেলা পুলিশ এর পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বার বিপিএম গজারিয়া থানা অফিসার ইনচার্জ রইচ উদ্দিন কে সম্মাননা, পুরস্কার ও সংবর্ধনা প্রদান করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অফিসার ইনচার্জ রইচ উদ্দিন মুঠোফোনে বলেন এই সম্মাননা প্রাপ্তি আমার একার নয়।আমার পুরো ইউনিট গজারিয়া থানার প্রতিটি পুলিশ সদস্যর এই প্রাপ্তি।এই সাফল্যে আমি আমার গজারিয়া থানার চৌকস ইউনিট কে অভিনন্দন জানাই।