স্টাফ রিপোর্টারঃ
ভোলায় ৭০০ লিটার চোরাই ডিজেলসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সন্ধ্যায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ২টার দিকে কোস্টগার্ড বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলার দৌলতখান উপজেলার মাছঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৭০০ লিটার চোরাই ডিজেলসহ এ তেল বহন কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়।
এ সময় চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত ডিজেল ও কাঠের ট্রলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখানা থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত মাসেও কোস্ট গার্ড সদস্যরা দৌলতখানের মেঘনা নদী থেকে দুইবার চোরাই তেল জব্দ করেছেন।