বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি উজিরপুর শাখা কমিটির সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কমরেড বাবুলাল শীলের ১৮ তম মৃত্যু বার্ষিকী ১৬ জুলাই শনিবার সকাল ১১ টায় উজিরপুর বাবুলাল শীল মিলনায়তনে উজিরপুর উপজেলা পার্টির সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড নজরুল হক নীলু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড শেখ মোঃ টিপু সুলতান,বক্তব্য রাখেন জেলা পার্টির সদস্য কমরেড জহুরুল ইসলাম টুটুল, এইচ এম হারুন,উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল, উপজেলা পার্টির সদস্য জাহিদ হোসেন খান ফারুক, রফিকুল ইসলাম, ওটরা শাখা কমিটির সম্পাদক আলমগীর হোসেন মৃধা প্রমুখ। সভায় বক্তারা বলেন যে বাবুলাল শীল একটি অস্প্রাদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আজীবন লড়াই করেছেন আমাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক শক্তি বিকশিত করে লড়াই চালিয়ে যেতে হবে।সভা শুরুর পূর্বে প্রয়াত কমরেড বাবুলাল শীলের সৃতি প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুস্পঘ্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়।