প্রেস বিজ্ঞপ্তি :
হবিগঞ্জে সরেজমিন প্রতিবেদন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সিনিয়র সাংবাদিক রাজীব নূর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর সাইকেলে বিশ্ব ভ্রমণকারী ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের হবিগঞ্জের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন রবিবার (১১ সেপ্টেম্বর)। সেখানেই দখলকারীরা তার ওপর নৃশংস হামলা চালায়। তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেলক্স চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।
সাংবাদিক রাজীব নূরের উপর এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল বিএমএসএফ’র সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক মৃধা আফছার, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ বিএমএসএফ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক রাজীব নূরের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জোর দাবী জানান স্থানীয় প্রশাসনের প্রতি।
নেতৃবৃন্দ আইনমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতিরও বাস্তবায়ন চান।
মৃধা আফছার
সাধারণ সম্পাদক
বিএমএসএফ, বরিশাল।