বরিশাল নগরীতে পূর্ব শক্রতার জের ধরে অন্তসত্বা গৃহবধূর পেটে লাথি
বরিশাল নগরীতে পূর্ব শক্রতার জের ধরে অন্তসত্বা গৃহবধূর পেটে লাথি
স্টাফ রিপোর্টার, বরিশাল : পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তসত্বা গৃহবধূ ইমা (২০) কে মারধর করা অভিযোগ উঠেছে। শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের কোস্টাল বরককল এলাকায় ঘটনাটি ঘটে।
পরে স্বজনরা গুরুত্বর আহত অবস্থায় ইমাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে অন্তসত্বা গৃহবধূ ইমা হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎস্বাধীন অবস্থায় রয়েছে।
আহত সূত্রে জানা গেছে, র্দীঘ দিন ধরে বরককল (নামার চর) এলাকার আশ্রাব আলীর মেয়ে লাভনীর সাথে একই এলাকার ফারুক হাওলাদার এর ছেলে ফাহিম সাথে ট্রলার চলানো নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে পরিকল্পিত ভাবে শনিবার সন্ধ্যায় লাভনীর ছোট ভাই রাসেলের সাথে ট্রলারের সিরিয়াল নিয়ে ফাহিমের সাথে কথাকাটাকাটির ঘটনা ঘটে।
পরে রাসেল তার বোন লাভনীসহ বেশ কয়েক জন লোক নিয়ে ফাহিমকে মারধর করেন। স্বামী ফাহিমকে মারধরের খবর শুনে অন্তসত্বা স্ত্রী ইমা ঘটনাস্থলে ছুটে আসলে তাকেও পরিকল্পিত ভাবে মারধর করেন এবং ইমার পেটে রাসেল, রিপন ও ইউসুফ লাথি মারলে ইমা ছিটকে নিচে পড়ে যায় গিয়ে আজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করেন।
এদিকে আহত অন্তসত্বা গৃহবধূ ইমার শ্বশুর ফারুক জানান, তুচ্ছ ঘটনা নিয়ে এর আগেও রাসেলের সাথে ফাহিমের ছোট ভাই নাঈমের সাথে কথাকাটাকাটির ঘটনা ঘটলে সেসময় নাঈমকেও মারধর করে মাথ্যা ফাটিয়ে দেন লাভনী বাহিনী। তখন আহত হয়ে নাঈম র্দীঘ দিন হাসপাতালের ভর্তি ছিলো। পরে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখর চন্দ্র দাস বিষয়টি নিয়ে শালিশ মিমাংসা করে দেন।
তারই জের ধরে পূর্নরায় ফের ফাহিমের উপর পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়। এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
বিষয়টি নিয়ে ঐ ওয়ার্ডে দায়িত্বে থাকা কোতয়ালী মডেল থানার এএস আই রুমা পারভীন বলেন, মারামারির ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।