বরিশাল প্রতিনিধি বরিশালের বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যা ছয় টায় উপজেলার বড় চাউলাকাঠী গ্রামের জুয়েল (২৫), সোহেল(২২),মুন্নি(২৮),বিউটি বেগম পার্শবর্তী আনোয়ার হোসেন, শওকত হোসেন, মমতাজ বেগম ও সজিবকে বেধরক মারধর করে অবরুদ্ধ করে রাখে বলে আহত আনোয়ার জানায়। আনোয়ার জানায় স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তারা কিছু জমি লিছ নিয়ে সেই জমিতে কৃষিকাজ করে। যাতায়াতের রাস্তায় খর বিছানোকে কেন্দ্র করে অভিযুক্ত জুয়েল আনোয়ারকে মারধর করে,তাকে বাচাতে এলে তার বৃদ্ধ বোন মমতাজ কে ও মারধর করে জুয়েল,সোহেল, মুন্নি,বিউটি বেগম। এতে শওকত ও সজিব আহত হয়। আহতের ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি আসলেও বাকী দুইজনের অবস্থা বেশি খারাপ হওয়া তাদেরকে বানারীপাড়া স্বাস্থ্যকম্প্লেক্সে ভর্তি করানো হয়। আহতরা জানায় মারধরের পর তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে আসতে না দিয়ে বরং অবরুদ্ধ করে রাখে পরবর্তী বানারীপাড়া থানা পুলিশের সহায়তায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে চিকিৎসার সুযোগ পায়।