নিজস্ব প্রতিবেদক ::: ভোলার বোরহানউদ্দিন পৌরসভার দুইবারের সাবেক মেয়র সাইদুর রহমান মিলন মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
রবিবার (১৬ আক্টোবর) বিকেলে তাকে বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তার বড় ছেলে মেহেদী হাসান সাগর জানান, দীর্ঘদিন ধরে তিনি কিডনি সমস্যায় ভুগছেন। রবিবার হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। রাহাত আনোয়ার হাসপাতালে ডায়ালাইসিস শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় তিনি বোরহানউদ্দিনবাসী সহ সকলের কাছে সাইদুর রহমান মিলন মিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ২০০১ সালে বোরহানউদ্দিন পৌরসভার তৎকালীন চেয়ারম্যানের মৃত্যুর পরে উপ-নির্বাচনে সাইদুর রহমান মিলন মিয়া পৌরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি ৩ মার্চ ২০০২ থেকে দায়িত্ব পালন শুরু করেন ও ২০০৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় পৌর নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চেয়ারম্যান ও মেয়র পদে দায়িত্ব পালন করেন।
তিনি বর্তমানে বোরহানউদ্দিন পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।