নিজস্ব প্রতিবেদকঃ বিদুৎ পৃষ্টে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড শেরে বাংলা সড়ক নিবাসী মোঃ মতিন রহমান ওরফে মতি (৩২) নিহত হয়েছেন। নিহত মতি স্থানীয় মমিনুদ্দিন হাওলাদারের পুত্র ও ১ সন্তানের জনক এবং পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন। নিহতের স্বজনরা জানান, গতকাল শুক্রবার (৮’ই সেপ্টেম্বর) দুপুরে জুম্মা নামাজ আদায় করার জন্য গোছল করার উদ্দেশ্যে বাসার পানির মটর চালু করতে গেলে পুর্ব থেকেই বিদ্যুতায়ীত হয়ে থাকা মটরের সংস্পর্শে এলে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক স্বজনরা মতিকে উদ্ধার করে শেবাচিমে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানায়, মতি একজন সদালাপী এবং পরিশ্রমী ব্যাক্তি ছিলেন। গতকাল এশা বাদ স্থানীয় দাবাড়ি বাড়ি মসজিদের সামনে মতি’র জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।