আকাস ইসলাম : কুষ্টিয়ায় নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেল খুনের ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ,স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন ও তার পরিবারের খোঁজ-খবর নিতে কুষ্টিয়ায় যাচ্ছেন অনলাইন পোর্টাল মালিকদের জনপ্রিয় সংগঠন ” বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ(বনেক)’ র সভাপতি ও বিডি২৪লাইভের বিশেষ প্রতিনিধি নাগরিক সাংবাদিক মো: খায়রুল আলম রফিক। চলতি সপ্তাহে নিহত সাংবাদিকের গ্রামের বাড়িতে যাবেন বলে তার ব্যক্তিগত সহকারী আনিছুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বনেক সভাপতি মো: খায়রুল আলম রফিক রুবেলের মা-বাবা ও স্ত্রীর সাথে কথা বলবেন এবং এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবীতে সাংবাদিকদের দেয়া বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন । এসময় সময় উপস্থিত থাকবেন, কুষ্টিয়ার সাংবাদিক ইউনিয়ন ও কুষ্টিয়ার সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা। গত ৩ জুলাই কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকায় হাসিবুর রহমান রুবেলের ব্যক্তিগত অফিস থেকে নিখোঁজ হন। গত বৃহস্পতিবার দুপুরে রুবেলের মরদেহ উদ্ধার হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীতে থেকে।