এইচ এম নোমান
চরফ্যাশন প্রতিনিধি।
খাদ্যে বিষ মিশিয়ে গরু হত্যার অভিযোগ পাওয়া গেছে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ৯নং ওয়ার্ডে। খাদ্যে বিষ দিয়ে গরু হত্যা করায় ক্ষতি হয়েছে প্রায় ২লাখ টাকা। এতে দিশেহারা হয়ে পড়েন গরুর মালিক আঃআজিজ পালওয়ান । পরে তিনি নিকটস্থ শশীভূষণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানাযায় উপজেলার আঃ আজিজ পালওয়ান বাড়িতে , সোমবার সন্ধ্যায় কৃষক আঃআজিজ গোয়াল ঘরে গরু ২টি বেঁধে রাখেন। রাত ১টার দিকে তার ছোট ভাই আঃ রহিম রিকশা চালক বাড়িতে এসে রিকশা রাখার সময় গরুর চিৎকারে এগিয়ে যান তিনি। পরে গরুগুলো মরণ যন্ত্রণায় ছটফট করছিল। তার ডাক-চিৎকারে গরুর মালিক আঃআজিজ আসার ১০মিনিটের মধ্যেই তার দুইটি গরু মারা যায়। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েন কৃষক আজিজ।
কৃষক আজিজ বলেন, পূর্ব শত্রুতার জেরে কেউ গরুগুলোকে বিষ দিয়ে হত্যা করেছে। তবে আমার সাথে একমাস আগ থেকে পারিবারিক বিরুদ্ধ চলছে আমার পার্শোবর্তী দুর্সম্পকের ভাতিজা নেছার উদ্দিনের সাথে। নেছার উদ্দিন বিভিন্ন সময় আমাকে হুমকি দিতো এতে আমার মনে হয় নেছার উদ্দিন গরু দুইটিকে বিষপানে হত্যা করেছে। এতে চরমভাবে আর্থিক ক্ষতির শিকার হয়েছি আমি। বিষয়টি থানা পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ অফিসে জানিয়েছি ।
অভিযুক্ত নেছার উদ্দিন বলেন পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে আমার বিরুদ্ধে এমন অভিযোগ করেন। আমি ঘটনার সময় মাছ শিকারে নদীতে ছিলাম কে-বা কাহারা এমন ঘটনা ঘটিয়েছে আমার জানা নেই।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, অভিযোগ পাওয়ার পরেই আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে কারণ নিশ্চিত হওয়া যাবে। পরে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সংকর কৃষ্ণ দাস জানান নমুনা সংগ্রহ করা হয়েছে । রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারন জানাযাবে।