সৈয়দ ফয়জুল ইসলাম:
বরিশাল রুপাতলী হাউজিং এলাকায় বৃষ্টির দিনে অধিবাসীদের চরম বিড়ম্বনার স্বীকার হতে হয়৷ হাউজিং এলাকায় প্রায় সব গুলো রাস্তায় হাটু সমান পানি জমে যায়।
বিশেষ করে এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্কুল সংলগ্ন রাস্তায় জলাবদ্ধতায় স্কুলের শিক্ষার্থী সহ অবিভাবকদের যাতায়াতের প্রতিবন্ধকতা দেখা দেয়৷
এলাকাবাসীর মতে হাউজিং সংলগ্ন রাস্তা সমূহ দীর্ঘদিন যাবত অসংস্কার অবস্থায় পরে রয়েছে যার ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তাগুলোতে পানি জমে থাকে, পক্ষান্তরে রাস্তার পাশের ড্রেনেজ ব্যবস্থা সমূহ প্রায় অচল থাকার জন্য পানি নিস্কাশনে দীর্ঘসময় প্রয়োজন হয়।
উল্লেখ্য কিছুদিন পূর্বে একটি রাস্তার সংস্কার কাজ শুরু হলেও হঠাৎ বন্ধ হয়ে যায়।
এই বিপত্তির ফলে বৃষ্টির সময় এইসব রাস্তায় প্রায়ই দূর্ঘটণা ঘটে।
এই বিপত্তি থেকে রক্ষা পেতে এলাকাবাসী দাবি জানিয়েছেন।