বিশেষ প্রতিনিধি।। ভোলা চরফ্যাশনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। শনিবার বেলা ১১টায় ভোলা চরফ্যাশন উপজেলায় প্রেসক্লাব হলরুমে সংবাদকর্মিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামুদ্রিক মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান বলেন, মৎস্যচাষে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। আজ থেকে সাতদিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।কাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মৎস্য সাপ্তাহের শুভ উদ্বোধন করবেন।বৃহৎ জনগোস্ঠীর আমিষের চাহিদা পুরণ করে মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশ তৃতীয় স্হানে।আমাদের আরও প্রচেস্টায় বৈদেশিক মুদ্রা অর্জনে মাছ রপ্তানী করে বিশ্বে দ্বিতীয় অবস্হানে যেতে হলে মৎস উৎপাদন বাড়াতে হবে।মৎস সাপ্তাহ উদযাপনের মাধ্যমে মানুষকে আরও সচেতন ও আকৃস্ট করতে গণমাধ্যমকর্মিদের মাধ্যমে মৎস্যচাষে উদ্ভুত্ত করতে প্রচারণা চালাতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চরফ্যাশন প্রেসক্লাবের সহ সভাপতি বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এম আবু সিদ্দিক,সিনিয়র সদস্য কামাল গোলদার, সহ সভাপতি যুগান্তর প্রতিনিধি আমির হোসেন, সহ সভাপতি কামাল হোসেন মিয়াজি,যুগ্মসাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা,দৈনিক সমকাল প্রতিনিধি নোমান সিকদার,কালের কন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, ইত্তেফাক সংবাদদাতা মিজান নয়ন, যায়যায়দিন প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার , প্রেসক্লাবের ক্রিড়া বিষয়ক সম্পাদক দৈনিক জনতা চরফ্যাশন উপজেলা প্রতিনিধি এম মাহবুবুর রহমান নাজমুল, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম ,ভোরের কাগজ প্রতিনিধি সোহেব চৌধুরী,আজকের দর্পণ প্রতিনিধি নুর উল্লাহ ভুইয়া, মানবকন্ঠ প্রতিনিধি সাহাবুদ্দিন প্রমুখ।