নিজস্ব প্রতিবেদক: যাত্রী সংকট ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় লোকসান এড়াতে ঢাকা বরিশাল নৌ পথে তিনটি করে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নিয়েছে লঞ্চ মালিকরা।
ঢাকা সদরঘাট থেকে প্রতিদিন তিনটি ও বরিশাল নদী বন্দর থেকে তিনটি লঞ্চ যাত্রী পরিবহন করবে।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন এমভি মানামী লঞ্চের পরিচালক আহম্মেদ জাকি অনুপম। সকালে ঢাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে লঞ্চ মালিকদের এই সংগঠন।সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ঢাকা বরিশাল রুটের ১৮টি লঞ্চকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়।