Wednesday , 23 August 2023 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে পরিণত করার কার্যক্রম চলছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে এখানে আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিল্ড ডিরেক্টর সৈয়দ আব্দুল বাতেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম ও স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের পিচ নির্মাণের কার্যক্রম পরিদর্শনকালে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে আউট ফিল্ডে (মাঠ) নিয়মিত পানি দিতে না পাড়ায় কার্পেট ঘাস হচ্ছে না বলে সংশ্লিষ্টদের উপর অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বিসিবি’র প্রধান ফিল্ড ডিরেক্টর সৈয়দ আবদুল বাতেন ও বিসিসি’র প্রধান কিউরেটর নিউজিল্যান্ডের টনি হামিংস বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল স্টেডিয়াম পরিদর্শন করেন। পরিদর্শনকালে মাঠের নানা বিষয়ে খোঁজ-খবর নেন তারা। এ সময় বরিশাল বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মাঠের ঘাস মরে যাওয়ায় সংশ্লিষ্টদের উপর অসন্তোষ প্রকাশ করেন বিসিবি’র প্রধান ফিল্ড ডিরেক্টর সৈয়দ আব্দুল বাতেন। এ সময় স্থানীয় কর্মকর্তারা তাকে বলেন, স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম প্রায় শেষ।

আন্তর্জাতিক মানের মাঠ তৈরির লক্ষ্যে ঘাস লাগানো হয়েছে। কিন্তু নিয়মিত ও পর্যাপ্ত পানি দিতে না পাড়ায় ঘাস মরে যাচ্ছে। এ সময় মাঠে নিয়মিত পানি দিতে দ্রুত সময়ের মধ্যে পানির ব্যবস্থা করাসহ মাঠ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের নানা নির্দেশনা দেন তিনি।

পরিদর্শন শেষে সৈয়দ আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, বরিশাল স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে পরিণত করার কার্যক্রম চলছে। এই কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন এবং আধুনিক মানের ক্রিকেট পিচ নির্মাণের লক্ষ্যে একজন বিশেষজ্ঞসহ তিনি বরিশাল এসেছেন। পিচ নির্মাণসহ আধুনিকায়ন কাজ শেষ হলে বরিশাল স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট খেলার উপযোগী হবে। পরে তারা স্টেডিয়ামের হলরুমে জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া সংগঠকদের সঙ্গে বৈঠক করেন।

এ সময় বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঞ্জুরুল আহসান ফেরদৌস, বিসিবি’র কাউন্সিলর প্রদীপ কুমার গাঙ্গুলী, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী শিবু লাল খাসকেলসহ ক্রীড়া সংগঠককরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত