পিরোজপুরের ইন্দুরকানীতে মটার চালিয়ে পানি উঠাতে গিয়ে নাহিদা আকতার (২৬) নামের এক গৃহবধূ বিদ্যুৎস্পর্শে মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামে এঘটনা ঘটে।
গৃহবধু নাহিদা আকতার উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের মাদ্রাসা শিক্ষক আলামিনের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে গৃহবধু মটার চালিয়ে পানি উঠাতে গেলে লাইনের ত্রুটির কারণে মটরটি বিদ্যুতায়িত হয়ে যায়। তখন মটারে হাত দিলে গৃহবধূকে বিদ্যুতে ধরে ফেলে কিছুক্ষণ পরে সে মারা যায়।
স্বজেনরা জানান, কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে। হাসপাতালে নিয়ে কি করব। ইন্দুরকানী পল্লী বিদ্যুতের ইনচার্জ মো. হাবীবুর রহমান জানান, নিহত গৃহবধুর ঘরের লাইনে ত্রুটি থাকার কারণে মটার চালাতে গিয়ে বিদ্যুতে শর্ট খেয়ে মারা গেছে। তার ঘরের লাইনে সমস্যা আছে কিনা তা আমরা পরীক্ষা করে দেখতেছি। ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, বিদ্যুতে শর্ট খেয়ে এক গৃহবধু মারা গেছে। তবে কেহ কোন অভিযোগ দিলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।