আজ ভোররাত থেকেই অব্যাহত ভারী বৃষ্টিপাত আর ভারতের পাহাড়ি ঢলের কারণে সিলেটে শহরে হু হু করে ঢুকছিল বন্যার পানি। সকাল থেকেই ডুবতে থাকে শহরের একের পর এক এলাকা। অব্যাহতভাবে পানি বাড়তে থাকায় বন্ধ করে দেয়া হয়েছে শহরের কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে। এতে সুনামগঞ্জের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো সিলেট শহর। শনিবার দুপুর সোয়া ১২টা থেকে পুরো সিলেট জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আবদুল কাদির এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃষ্টিপাত কমলে সেচ দিয়ে পানি কমানোর পর আবারও বিদ্যুৎকেন্দ্রটি চালুর চেষ্টা করা হবে। জানা গেছে, শুক্রবার সকাল থেকে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে পানি প্রবেশ করতে শুরু হয়। খবর পেয়ে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে কথা বলে বিদ্যুৎকেন্দ্রের চারদিকে বাঁধ দিয়ে সেচে পানি কমানোর উদ্যোগ নেন। এরপর এই কাজে যুক্ত হন সেনাবাহিনীর সদস্যরাও।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত সেনা সদস্যরা প্রাণপণ চেষ্টা চালিয়ে বালু, মাটি ও পাথরের বস্তা ফেলে বিদ্যুৎকেন্দ্রের চারদিকে বাঁধ দেন।
আগে সুনামগঞ্জ জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বানের পানি সড়কের ওপর দিয়ে যাওয়ায় এই দুই উপজেলায় যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।