জিহাদ হোসেন ॥ মা ইলিশ সংরক্ষণ অভিযানে মঙ্গলবার বরিশাল সদর নৌ থানার অভিযানে এক লক্ষ মিটার কারেন্ট জাল, ৬ টি নৌকা, ও ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে ।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আ.জলিল বলেন মঙ্গলবার বেলা ৮ টা থেকে বুধবার রাত ৮ টা পর্যন্ত, বেশ কয়েকটি নদীতে অভিযান চালিয়ে এক লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুরে ফেলা হয়, এবং ৬ টি নৌকা জব্দ করে সেগুলো ছিদ্র করে নদীতে ডুবিয়ে দেই। এবং আটক হওয়া ৪০ কেজি ইলিশ মাছ নগরীর গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন , আমরা যদি একটা মা ইলিশ রক্ষা করতে পারি , তাহলে একটি ইলিশ মাছ থেকে আমরা প্রায় ২৪ লক্ষ ইলিশ মাছ পেতে পারি। এতে আমার যেমন সল্পমূল্যে ইলিশ খেতে পারবো, তেমনি বিদেশে রপ্তানি করে আমরা আয় করতে পারবো বিদেশি মুদ্রা।
এবং মা ইলিশ রক্ষায় (৭ অক্টোবর) থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই ২২দিন সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে লক্ষে আমাদের কঠোর নজরদারি থাকবে।