নিজস্ব প্রতিবেদক //// বরিশাল নদী বন্দর বিআইডব্লিউটিএ’র জমির দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক উচ্ছেদের জন্য ক্ষতি পূর্ণ দিয়েছে একাধিক ব্যবসায়ীকে। এদিকে উচ্ছেদ ও পূর্ণবাসন চেয়ে স্থানীয় দোকানদাররা চরকাউয়া খেয়া-ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
গত সোমবার (২৪ জুলাই) রাত ৯ টার সময় বরিশাল নদী বন্দর চরকাউয়া খেয়াঘাট এলাকায় পূর্ণবাসন চেয়ে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ কারীরা হলেন, চরকাউয়া খেয়াঘাট কাচামাল বিক্রিতা আলতাফক ভান্ডারী, কনফেশনরী দোকনদার সেলিম ফরাজী, ভাজাপোড়া দোকান রুহুল আমিন, মোঃ হালিম শাহ দোকান, লিমা চায়ের দোকান, হোসেন হাওলাদার, হাজেরা বিবি চায়ের দোকান, তন্নি চায়ের দোকান, শিল্প বিরিয়ানির দোকান, শাহনাজ চায়ের দোকান, আমেনা চায়ের দোকান, দেলেয়ার চায়ের দোকান, সোহেল কাচামালের দোকান, ফাতেমা চটার, চুন্ন চায়ের দোকান, মোঃ মশিউর রহমান (মানিক) এর চায়ের দোকান, রেহানা বেগমের চায়ের দোকানসহ একাধিক দোকানীরা।
তাঁরা বলেন, বরিশাল নদী বন্দর বিআইডব্লিউটিএ’র জমিতে দীর্ঘ দিন যাবত ছোট খাটো দোকান দিয়ে তাদের পরিবার নিয়ে জীবন যাপন করে দিন পার করে।
নদী বন্দর চরকাউয়া খেয়াঘাট এলাকায় একাধিক ব্যবসায়ীকে বিশ্ব ব্যাংক অর্থ দিয়ে সহযোগিতা করেন।
স্থানীয় দোকানদার কাওছার হোসেন (মেম্বার) বলেন। নদী- বন্দর কাচাঁ বাজার উচ্ছেদের জন্য, সমপরিমাণ জমিতে বসবাস কারী টি,সি,বি মিজানকে বিশ্ব ব্যাংক উচ্ছেদ করার জন্য ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন। কিন্তু পাশের দোকানদার কাওছার হোসেন (মেম্বার) বলেন তিনি পান ৪৫ হাজার টাকার চেক।
এবিষয়ে বরিশাল নদী বন্দর (কর্মকর্তা) আঃ রাজ্জাক হোসেন বলেন, যদি কেউ বিশ্ব ব্যাংকের সহায়তা থেকে বঞ্চিত হয়, তাহলে অভিযোগ নিরসন কমিটির ফর্মে আবেদন করতে জন্য বলে।