আজ দুপুরে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষের প্রায় ৪ ঘণ্টা পর বিকাল ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলসড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
দুর্ঘটনার পর থেকেই মাইক্রোবাসটি উদ্ধার করার চেষ্টা করা হয়। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর মাইক্রেবাসটি উদ্ধার করে মিরসরাই ও সীতাকুন্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।
উল্লেখ্য, দুপুর ১টার দিকে মিরসরাইয়ের পূর্ব খৈয়াছড়া গ্রামের ঝরনা এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছে ১১ জন এবং আহত হয়েছেন আরও দুইজন।