বরগুনায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের দক্ষিণ বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদরখালী সিনিয়র আলিম মাদরাসা পর্যন্ত এক কিমি রাস্তা সংস্কারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শ্রেণিপেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেয়। বক্তারা বলেন, রাস্তা নির্মাণের পর থেকে কোনো সংস্কার কাজ হয়নি। এ রাস্তা দিয়ে প্রায় পাঁচ হাজার মানুষের চলাচল।