শেখ রাফসান বাগেরহাট প্রতিনিধিঃ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্বপ্নের পদ্মা সেতুকে স্মরণ করে রাখতে বন্ধুমহলের উদ্যোগে ব্যাতিক্রমি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় (২৫জুন) শনিবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাঠে খেলার আয়োজন করা হয় এই সময় উপস্থিত ছিলেন জুষ্ট সরদার, মানিক আহম্মেদ সহ অনেকে,উক্ত বন্ধু মহলের ব্যাতিক্রমি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে জুষ্ট সরদার ৩ গোলের মধ্যে ২ গোল দিয়ে বিজয়ী এবং সাগর হাওলাদার ৩ গোলের মধ্যে ১ গোল দিয়ে রানারআপ,এবং সাকিব তৃতীয় বিজয়ী,খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয় এছাড়াও ১২ জন খেলোয়াড়কে বন্ধু মহলের পক্ষ থেকে জার্সি প্রদান করা হয়,
বন্ধু মহলকে এমন ব্যাতিক্রমি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য দর্শকেরা ধন্যবাদ জানান তবে বন্ধু মহলের পক্ষ থেকে জানিয়েছেন এমন উদ্যোগ গ্রহণ করার আরও চিন্তা ভাবনা রয়েছে ভবিষ্যতেও।