আকাশ ইসলাম : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রজিউন)। বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছোট ভাই কবির উদ্দিন খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএমএসএফ বরিশালের সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক মৃধা আফছার, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ বিএমএসএফ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ড. আকবর আলি খান’র মৃত্যুতে দেশ একজন অর্থনীতিবিদকে হারালো। তারা মরহুমের বিদেহী আত্মার চির শান্তি কামনা করেছেন।
মৃধা আফছার
সাধারণ সম্পাদক
বিএমএসএফ, বরিশাল।