১ সেপ্টেম্বর ২০২২ খ্রি. ] পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আজ সকাল ১০.৩০ ঘটিকায় নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে লালমনিরহাট জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। সভায় ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, ওভার লোড পরিহার, যাত্রীদের সাথে ভালো ব্যবহার বিশেষ করে মহিলা যাত্রীদের সাথে, গাড়িতে এলইডি লাইট পরিহার করা, লাইসেন্স বিহীন গাড়ি না চালানো, অবৈধ মালামাল পরিবহন না করার বিষয়ে পরামর্শ প্রদান করেন।