স্টাফ রিপোর্টারঃ
পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশনের নিরাপদ মৎস্য পন্য উৎপাদন বাজারজাত করনের মাধ্যমে উদ্দ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক উপ-প্রকল্পের আওতায় মৎস্য খামারীদের মধ্যে দেশি মাছের পোনা ও বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে। গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এগুলো বিতরন করেন।
গতকাল সকালে বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার উপ-পরিচালক ডাঃ খলিলুর রহমান, প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটিটেটর নাসির উদ্দিন প্রমানিক, ভোলা -২ শাখার ব্যাবস্থাপক মোঃ আলি ও সহকারী ভ্রালুচেইন ফ্যাসিলিটিটেটর নাইম মৃধা।