লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর কমলনগরে হাফিয়া এলাকায় কভারব্যানের চাপায় অটোরিকশার ড্রাইভারসহ ২জন ঘটনারস্থলে মারা যায়।
নিহতরা চর জাঙ্গালীয়া গ্রামের সেলিমের ছেলে আরিফ হোসেন বাবু, হাফিজের ছেলে জাকির হোসেন (বটু)।
আহত একই গ্রামের তছলিমের ছেলে সুমন-২৫, নাতনি মিম-৩ ছেলে । আহত সবাই কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
আহত স্বপ্না আক্তারের অবস্থা আশংকা জনক লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছে।
নিহতের ঘটনাস্থল থেকে উদ্ধার করেন কমলনগর থানা পুলিশ।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান জানান, ২জন স্পটডেট, স্বপ্না আক্তারের আশংকা জনক লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছে।