Tuesday , 5 July 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

নলছিটিতে এক প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আদালতে মামলা

নলছিটি প্রতিনিধি, নলছিটির পল্লীতে এক প্রতিবন্ধীর স্ত্রী দুই সন্তানের জননী ছদ্ম নাম সুন্দরী (৩২) কে মাসুদ হাওলাদার গং কর্তৃক ধর্ষন করার চেষ্টার অভিযোগে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১০৬/২০২২।ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন -২০০০এর ৯ (৪) (খ)/৩০ ধারা। মামলার বিবরনে জানা যায়, বাদী ছদ্ম নাম সুন্দরী (৩২) নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়ন এর পশ্চিম কামদেবপুর গ্রামের নিজের বাড়িতে ট্রেইলারী কাপড় সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। স্বামী একটি দুর্ঘটনার কবলে পড়ে পা হারান। দুটি সন্তান নিয়ে স্বামীর একখণ্ড ভিটে বাড়িতে খেয়ে না খেয়ে মাটি কামড়ে আঁকড়ে ধরে আছেন। ইতোপূর্বে আসামী বাদীর একই গ্রামের প্রতিবেশী পাশের বাড়ির লোক শীর্ষ সন্ত্রাসী মাসুদ হাওলাদার গং প্রায়ই বাদিকে কুকর্মের প্রস্তাব দিত। কু-দৃষ্টিতে ও অত্যাচারে নাচন মহল বাজারের দোকান ছেড়ে দিয়ে নিজের বাড়িতে কাপড় সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন। এদিকে চরিত্র হীন লম্পট মাসুদের কুপ্রস্তাবে রাজী না হওয়ায় বাদী একা থাকাকালীন ইজ্জত নষ্ট করার জন্য সুযোগ খুঁজতে থাকে এবং ঘটনার দিন ১৮ জুন-২০২২ রোজ শনিবার সকাল অনুমান ৮ টার দিকে বাদী বাসায় সেলাইয়ের কাজ করা অবস্থায় পূর্ব পরিকল্পিত ভাবে ওতপেতে থেকে আসামিরা ঘরের সামনের বারান্দায় একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। এসময় অসহায় বাদী ধর্ষনের হাত থেকে বাঁচার চেষ্টায় আকুতি মিনতি করে ও ডাক চিৎকার দিলে এসিড মেরে চেহারা ঝলসাইয়া দেয়ার হুমকি দেয়। ধস্তাধস্তি ও ডাক চিৎকারের শব্দ শুনে সাক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা দ্রুত পালিয়ে যায়। বাদী ন্যায় বিচারের আশায় স্থানীয় গন্যমান্য,মেম্বার, চেয়ারম্যানের নিকট বিচার চেয়ে আসামিদের বিরুদ্ধে বিচার করতে ব্যর্থ হলে নলছিটি থানায় মামলা দায়ের করার পরামর্শ দেন। গত ১৯ জুন -২০২২ বাদী মামলা করতে নলছিটি থানায় গেলে থানা পুলিশ মামলা গ্রহন করেননি। ফলে বাদী নিরুপায় হয়ে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিজ্ঞ বিচারক এম এ হামিদ এর আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ৭ কার্য দিবসের মধ্যে অভিযোগ বিষয়ে দ্রুত অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর কে নির্দেশ দেন। মামলার বাদী এ প্রতিবেদককে জানান আমার মামলার তদন্তকারী কর্মকর্তা মোর্শেদা লস্কর তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও আসামি এক প্রভাবশালী ক্ষমতাসীন দলের নেতা। উভয় আত্মীয় বটে। অসহায় বাদী ন্যায় বিচার পাবেন কি?এ প্রশ্ন এখন জনগণের মুখে মুখে। সুজন-সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি মোঃখলিলুর রহমান মৃধা বলেন বাদী কর্তৃক নলছিটি থানায় দাখিলকৃত অভিযোগ পত্রটি নলছিটি থানা পুলিশের এজাহার হিসেবে রেকর্ড করা উচিত ছিল। সাধারন মানুষেরএক মাত্র ভরসা পুলিশ প্রশাসন। সুশীল সমাজের নেতৃবৃন্দ মনে করেন নলছিটি থানা পুলিশ বিষয় টি দেখবেন।
নলছিটিতে এক প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আদালতে মামলা নলছিটি প্রতিনিধি, নলছিটির পল্লীতে এক প্রতিবন্ধীর স্ত্রী দুই সন্তানের জননী ছদ্ম নাম সুন্দরী (৩২) কে মাসুদ হাওলাদার গং কর্তৃক ধর্ষন করার চেষ্টার অভিযোগে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বিগত ২০/০৬/২০২২ইং তারিখ ভুক্তভোগী নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১০৬/২০২২।ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন -২০০০এর ৯ (৪) (খ)/৩০ ধারা। মামলার বিবরনে জানা যায়, বাদী ছদ্ম নাম সুন্দরী (৩২) নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়ন এর পশ্চিম কামদেবপুর গ্রামের নিজের বাড়িতে ট্রেইলারী কাপড় সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। স্বামী একটি দুর্ঘটনার কবলে পড়ে পা হারান। দুটি সন্তান নিয়ে স্বামীর একখণ্ড ভিটে বাড়িতে খেয়ে না খেয়ে মাটি কামড়ে আঁকড়ে ধরে আছেন। ইতোপূর্বে আসামী বাদীর একই গ্রামের প্রতিবেশী পাশের বাড়ির লোক শীর্ষ সন্ত্রাসী মাসুদ হাওলাদার গং প্রায়ই বাদিকে কুকর্মের প্রস্তাব দিত। কু-দৃষ্টিতে ও অত্যাচারে নাচন মহল বাজারের দোকান ছেড়ে দিয়ে নিজের বাড়িতে কাপড় সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন। এদিকে চরিত্র হীন লম্পট মাসুদের কুপ্রস্তাবে রাজী না হওয়ায় বাদী একা থাকাকালীন ইজ্জত নষ্ট করার জন্য সুযোগ খুঁজতে থাকে এবং ঘটনার দিন ১৮ জুন-২০২২ রোজ শনিবার সকাল অনুমান ৮ টার দিকে বাদী বাসায় সেলাইয়ের কাজ করা অবস্থায় পূর্ব পরিকল্পিত ভাবে ওতপেতে থেকে আসামিরা ঘরের সামনের বারান্দায় একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। এসময় অসহায় বাদী ধর্ষনের হাত থেকে বাঁচার চেষ্টায় আকুতি মিনতি করে ও ডাক চিৎকার দিলে এসিড মেরে চেহারা ঝলসাইয়া দেয়ার হুমকি দেয়। ধস্তাধস্তি ও ডাক চিৎকারের শব্দ শুনে সাক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা দ্রুত পালিয়ে যায়। বাদী ন্যায় বিচারের আশায় স্থানীয় গন্যমান্য,মেম্বার, চেয়ারম্যানের নিকট বিচার চেয়ে আসামিদের বিরুদ্ধে বিচার করতে ব্যর্থ হলে নলছিটি থানায় মামলা দায়ের করার পরামর্শ দেন। গত ১৯ জুন -২০২২ বাদী মামলা করতে নলছিটি থানায় গেলে থানা পুলিশ মামলা গ্রহন করেননি। ফলে বাদী নিরুপায় হয়ে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিজ্ঞ বিচারক এম এ হামিদ এর আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ৭ কার্য দিবসের মধ্যে অভিযোগ বিষয়ে দ্রুত অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর কে নির্দেশ দেন। মামলার বাদী এ প্রতিবেদককে জানান আমার মামলার তদন্তকারী কর্মকর্তা মোর্শেদা লস্কর তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও আসামি এক প্রভাবশালী ক্ষমতাসীন দলের নেতা। উভয় আত্মীয় বটে। অসহায় বাদী ন্যায় বিচার পাবেন কি?এ প্রশ্ন এখন জনগণের মুখে মুখে। সুজন-সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি মোঃখলিলুর রহমান মৃধা বলেন বাদী কর্তৃক নলছিটি থানায় দাখিলকৃত অভিযোগ পত্রটি নলছিটি থানা পুলিশের এজাহার হিসেবে রেকর্ড করা উচিত ছিল। সাধারন মানুষেরএক মাত্র ভরসা পুলিশ প্রশাসন। সুশীল সমাজের নেতৃবৃন্দ মনে করেন নলছিটি থানা পুলিশ বিষয় টি দেখবেন।
শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ছুটিতে এসে সড়কে ঝরল সেনা সদস্যের প্রাণ

গলাচিপায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ “

বানারীপাড়ায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

বরিশালে লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়

ভোলা সদর হাসপাতাল চালু হলো সরকারি ভাবে ডোপ টেস্ট

শ্রী মৎ স্বামী দয়ানন্দ অবধূত এর অলৌকিক ঘটনা

মেহেন্দিগঞ্জে ছাত্রনেতা হিমুর ব্যতিক্রম উদ্যােগ দুইটি মণ্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা উপহার

হাইওয়ে পুলিশে যোগদান করলেন এসপি খাইরুল আলম

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী

বরিশাল নগরীতে ৪৪ মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা