ফুলপুর উপজেলা প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশালে ঢাকা মহাসড়ক কোর্টবিল্ডিং গুলশান সিনেমা হলের সামনে ঘটে যায় এক ভয়াবহ সড়ক দূর্ঘটনা, এ যেন পৃথিবীর বিড়লতম ঘটনা ঘটেছে অলৌকিকভাবে জন্ম নিয়ে বেঁচে যায় আট মাসের অন্তঃসত্ত্বা শিশু, শনিবার (১৬ জুলাই) পৌনে ৩: টার দিকে, ত্রিশালে মহাসড়কে এ দূর্ঘটনায় ,বাবা মা ও বোন সহ তিন জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই, এবং নিহতের মায়ের পেট থেকে ট্রকচাপাই আট মাসের অন্তঃসত্ত্বা অলৌকিকভাবে জন্ম নিয়ে বেঁচে যায় শিশুটি। অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটির, সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে বেঁচে যাওয়া শিশুর একটি ভিডিও ভাইরাল হয়, ভাইরাল হওয়া ভিডিওটি ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নজরে পরে,এবং স্থানীয় লোকজন জানান শিশুটি হাতে আঘাত পেয়েছে,তা নিশ্চিত করতে এ অবস্থায় ময়মনসিংহ চরপাড়া শাপলা ক্লিনিকে ভর্তি করা হয় হাতে আঘাত পাওয়া চিকিৎসার জন্য, পরে সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর চরপাড়া শাপলা ক্লিনিকে মা হারা শিশুটিকে দেখতে যান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।মা হারা শিশুটির দায়দায়িত্ব নেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।