ঝিনাইদহ প্রতিনিধি:: খুলনা রেঞ্জ অফিসের অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসাবে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান,পিপিএম কে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার),পিপিএম,শ্রেষ্ঠ পুলিশ সুপারেরর হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন।চলতি বছরের জুন মাস থেকে তিনি খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে তার কৃতিত্বের স্থান ধরে রেখেছেন।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা,শ্রেষ্ঠ সার্কেল,শ্রেষ্ঠ থানা,শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ এএসআই এর কৃতিত্ব অর্জন করেন জেলা পুলিশ,সাতক্ষীরা।
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান,পিপিএম টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন যা খুলনা রেঞ্জের ইতিহাসে বিরল।
খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার),পিপিএম এর সভাপতিত্বে উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন,
মোঃ নিজামুল হক মোল্যা,অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ),জয়দেব চৌধুরী,বিপিএম-সেবা,অতিরিক্ত ডিআইজি(ক্রাইম ম্যানেজমেন্ট),নওরোজ হাসান তালুকদার,কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), মোঃ হাসানুজ্জামান,পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) আরআরএফ,সহ খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ (পুলিশ সুপার)।