পটুয়াখালী থেকে:
সমুদ্র উপকূলীয় পটুয়াখালী জেলার দুর্গম উপজেলা গলাচিপা কলাপাড়া থেকে রাঙ্গাবালীর
বিভিন্ন চর-আঞ্চলের জনসাধারণের বিপদাপন্ন সময়ে বা দ্রুত যোগাযোগের ব্যবস্থা উন্নতির লক্ষ্যে গলাচিপা আড়ৎ পট্টি, রামনাবাদ নদী থেকে স্পিডবোট যাত্রার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির অন্যতম সদস্য ও পটুয়াখালী ৩ আসনের জননেতা এস এম শাহজাদা উদ্বোধনী বক্তব্যে একথা বলেন।
মেসার্স আর ইন এন এন্টারপ্রাইজ এস আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক, সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান আজিজুর রহমান বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, শ্রমিক নেতা কাওসার তালুকদার, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন মাসুদ, প্রেসক্লাব সভাপতি মু, খালিদ হোসেন মিল্টন, গণমাধ্যম কর্মী মিঠুন পাল, মাজাহারুল ইসলাম মলি প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় এবং মেসার্স আর ইন এন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গলাচিপা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা ওয়ানা মারজিয়া নিতু, স্বাগত বক্তব্য রাখেন এবং মাননীয় এমপি মহোদয় সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে শত শত জনতা ও সর্বস্তরে মানুষ উপস্থিত ছিলেন।