পারভেজ , বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে বাজারে বসার স্হান নিয়ে দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার ২৯ জুলাই সকাল ৯টায় বরিশাল নগরীর কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, নগরীর কাশিপুর বাজারে নির্ধারিত স্থানে না বসে দীর্ঘদিন সবজি বিক্রি করে আসছিলেন সোহেল রানা নামে এক ব্যবসায়ী। এতে বাজারের অন্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন দাবী করে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছিলেন। শনিবার সকালে কামাল হোসেন নামে এক ব্যবসায়ী প্রতিবাদ জানালে সোহেল রানা তাকে ছুরি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন।
এ ঘটনায় বাজারের অন্য ব্যবসায়ীরা এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। ৪ জনকে গুরুতর আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, জয়নুল আবেদিন ও আব্দুল মালেক। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার পরে বাজারের ব্যবসায়ীরা অভিযুক্ত সোহেল রানাকে গণধোলাই দিলে তাকেও আহত আবস্থায় পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত কামালের স্ত্রী বলেন, আমার স্বামীর সাথে কারও দ্বন্দ্ব ছিলো না। আমার ছোট-ছোট দুইটা বাচ্চা, আমি এখন তাদের নিয়ে কোথায় যাবো?আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, এ ঘটনায় ৫ জনকে হাসপাতালে আনা হয়েছিলো। তার মধ্যে কামাল নামে একজন মারা গেছেন। যিনি অভিযুক্ত, তিনিও শেরে বাংলা হাসপাতালে ভর্তি রয়েছেন।