Friday , 16 September 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

ভারী বর্ষণে লালমোহনে ২৪ হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত।

স্টাফ রিপোর্টারঃ
ভারী বর্ষণে ভোলার লালমোহন উপজেলায় প্রায় ২৩ হাজার ৫৫০ হেক্টর জমির আমন ধানের চারা পানির নিচে তলিয়ে গেছে। কৃষকদের অভিযোগ, ভারী বৃষ্টি ও মাঠ-সংলগ্ন সংযোগ খালে মাছ ধরার জন্য অবৈধ বেড়া জাল ও খরছি জাল বসিয়ে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এমন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
এছাড়া ¯সুইস গেট বন্ধ থাকায় উপজেলার বেতুয়ার খাল ও মেঘনা নদী-সংলগ্ন এলাকার আমন ধানের চারা পানির নিচে তলিয়ে গেছে বলে। এমনকি কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে রমাগঞ্জ, ধলীগৌরনগর ও লর্ড হার্ডিঞ্জ এলাকায় গিয়ে দেখা যায়, রোপা আমনের মাঠ পানিতে থৈ থৈ করছে। পানির নিচে তলিয়ে রয়েছে রোপণ করা আমন ধানের চারা। আবার পানির কারণে অনেক জমিতে কৃষকরা ধান রোপন করতে পারছেন না।
কৃষকরা জানান, গত এক সপ্তাহের টানা বৃষ্টি এবং বেতুয়া ও কামারখালের সুইস গেট বন্ধ থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
রমাগঞ্জ এলাকার কৃষক মোহাম্মদ নুরে আলম, মোহাম্মদ ছায়েদুল হক ও ইব্রাহিম খলিল জানান, সাতদরুণ বিলের মাঠে আমন ধানের চারা পানিতে তলিয়ে গেছে। পানি জমে থাকায় আরো কিছু জমিতে ধান রোপণ পারছেন না। পানি না কমলে বা আবার বৃষ্টি হলে এ বছর ধানের আবাদ একেবারেই বিফলে যাবে বলে শঙ্কা তাদের।
তারা আরো জানান, ওই এলাকার বেশিরভাগ কৃষকের একই অবস্থা। ধলীগৌরনগরের রোপা আমনের বেশিরভাগ মাঠ পানিতে তলিয়ে গেছে। পানি না কমলে নতুন করে আর চারা দেয়া যাবে না।
লর্ড হার্ডিঞ্জের কৃষক মোহাম্মদ বশির মিয়া জানান, বৃষ্টিতে জলাবদ্ধতার পাশাপাশি বেতুয়া খালের পানি বেড়ে তাদের গোটা মাঠ ভেসে গেছে। বেতুয়ার খালে অবৈধ বেড়া জাল বসিয়ে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি ও সুইচ গেট বন্ধ থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
চরভূতার কৃষক আবদুর রসিদ বলেন, ৮০ শতক জমির বোরো ক্ষেত অতি বৃষ্টিতে তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তার।
জানা গেছে, ফসল উৎপাদনের সবচেয়ে বড় উৎস উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের সাতদরুণ, চরমোল্লাজীর বিল ও বাউরিয়ার বিল। কিন্তু বর্তমানে অতি বৃষ্টির কারণে এ সকল মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে চলতি মৌসুমে উপজেলায় খাদ্য ঘাটতি দেখা দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। যা জাতীয় খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে।
এলাকাবাসীর দাবি, ¯সুইস গেট খুলে দিয়ে জলাবদ্ধতা নিরসন করতে হবে।
লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আব্দুর রব মোল্লা বলেন, উপজেলায় আবাদি জমি রয়েছে মোট ২৪ হাজার ২২ হেক্টর। তার মধ্যে ২৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন ধানের চারা আবাদ করা হয়েছে। বাকি জমিগুলোতে অন্য ফসল আবাদ করা হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ডাসারে দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জাতীয় পার্টির উপজেলা দিবসে মাদারীপুরে র‌্যালী ও আলোচনা সভা

উজিরপুরে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলো প্রতিপক্ষরা

উজিরপুরে ঢাকা -বরিশিল মহা সড়কে সড়ক দুর্ঘটনায় আহত ২ ।

গলাচিপায় জেলেদের বকনা বাছুর ও জাল বিরতণ

কৃষক লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভা

নগরীর খালেদাবাদ কলোনিতে মাদক বিরোধী ও সমাজ সেবা কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

বরিশালে এয়ারগান দিয়ে পাখি মারায় ৬ মাসের কারাদণ্ড

বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি-ফয়সাল রাকিব ,সম্পাদক- সৈয়দ বাবু

বরিশালে খাদ্য ও বাসস্থান সংকটে অপরাধ কর্মকাণ্ডে জড়াচ্ছে ছিন্নমূল মানুষ