বরিশালে এয়ারগান দিয়ে পাখি মারায় ৬ মাসের কারাদণ্ড
এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
গুলি করে মারা ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির ৩৫টি পাখি এতিমখানায় দেওয়া হয়েছে
সুত্র-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এয়ারগান দিয়ে পাখি শিকারের অপরাধে হান্নান হাওলাদার (৩২) নামের এক যুবকের ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ জানুয়ারি) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। উদ্ধার পাখিগুলো এতিমখানায় পাঠানো হয়। হান্নান হাওলাদার বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে নির্বাহী হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের দিকে ওই শিকারি উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাঁশগাতি গ্রামে যান। সেখানে তিনি এয়ারগান দিয়ে ঘুঘু, বকসহ দেশীয় প্রজাতির অনেকগুলো পাখি শিকার করেন।
স্থানীয়রা পরিচয় জানতে চাইলে শিকারি নিজেকে কখনও পুলিশ, কখনও সাংবাদিক পরিচয় দেন। এক পর্যায়ে হান্নানকে আটক করে গ্রামের লোকজন তাকে খবর দেন বলে জানান ইউএনও।তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসান।
নির্বাহী হাকিম আরও বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্ত হান্নানকে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
এ ছাড়া গুলি করে মারা ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির ৩৫টি পাখি এতিমখানায় দেওয়া হয়েছে। এয়ারগানটি বাবুগঞ্জ থানার হেফাজতে দেওয়া হয় বলে জানান নির্বাহী হাকিম নুসরাত ফাতিমা।