রাজধানীর জুরাইনে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫২ বছর।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে জুরাইন ফ্লাইওভার ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে, তিনি ভবঘুরে প্রকৃতির। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয়ও জানার চেষ্টা চলছে।