অনুসন্ধান ডেস্ক:: বরিশাল সিটি কর্পোরেশন এর ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান দুলাল ভোর ৭.৩০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।
উল্লেখ্য আনিছুর রহমান দুলাল ২২ নং ওয়ার্ড থেকে ২০২৩ সালের বিসিসি নির্বাচনে ২য় বারের মত কাউন্সিলর নির্বাচিত হন।তিনি তার দীর্য ৪৫ বছরের রাজনৈতিক জীবনে বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি,মহানগর আওয়ামী লীগের সদস্য ও বাকসু’র সাবেক সাহিত্য সম্পাদক সহ বহু পদের দায়িত্ব পালন করেছেন।